৬৯ বয়সে স্বাবলম্বী হয়ে ২৩ বছরের তরুণীকে বিয়ে, বাবা হলেন একাত্তরে - adsangbad.com

সর্বশেষ


Saturday, October 19, 2019

৬৯ বয়সে স্বাবলম্বী হয়ে ২৩ বছরের তরুণীকে বিয়ে, বাবা হলেন একাত্তরে

নিজ সন্তান কোলে ৭১বছরেরর হাবিবুর রহমান তোতা মিয়
ময়মনসিংহ প্রতিনিধি:
স্বাবলম্বী ও স্বনির্ভর হয়ে বিয়ে করতে দীর্ঘসময় নিয়েছেন মো. হাবিবুর রহমান তোতা মিয়া। ৬৯ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আর ৭১ বছর বয়সে ছেলে সন্তানের বাবা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট। বর্তমানে তিনি ২০ একর জমির মালিক। গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন কয়েকটি প্রতিষ্ঠান। নিজ নামে সরকারি প্রাথমিক স্কুল, কওমি মাদরাসা, জামে মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেছেন তিনি।
এছাড়া একটি কলেজ ও বৃদ্ধাশ্রম গড়ে তুলতে দুই একর জমিও দান করেছেন তোতা মিয়া।
জানা গেছে, স্বাবলম্বী, স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হলেই কেবল বিয়ে করবেন মো. হাবিবুর রহমান। নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় চলে গেছে ৬৯ বছর। এই বয়সে চাইলেই পাত্রী কোথায় পাবেন? সেই সাধও পূরণ করেছেন একই উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের ২৩ বছর বয়সী আকলিমা খাতুন। দরিদ্র পরিবারের এক কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুন সম্মত হন তোতাকে বিয়ে করতে। বিয়ের দুই বছরের মধ্যেই অর্থাৎ চলতি বছরের ১৮ জুলাই বিয়ের দুই বছরের মধ্যেই অর্থাৎ চলতি বছরের ১৮ জুলাই এক পুত্রসন্তান লাভ করেন। হাবিবুর রহমান তোতা ছেলের নাম রেখেছেন মো. আল রহমত উল্লাহ।
মো. হাবিবুর রহমান তোতা মিয়া জানান, শৈশব থেকে স্বাবলম্বী হয়ে উঠতে আমাকে অনেক ধাপ পার হতে হয়েছে। কলা, আলু চাষাবাদ করে আমি আজ সম্পদের মালিক হয়েছি। মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সফল হতে গেলে বয়স লাগে না।
শিশুটির বিষয়ে তিনি বলেন, ওকে নিয়েই আমার এখন সবচেয়ে বেশি সময় কাটছে। ওই এখন আমার জীবনের নির্ভরযোগ্য বন্ধন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages