সাভার প্রতিনিধি:
সাভারে ৫হাজার ৫৫০ পিচ ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার(৪ঠা আক্টোবর) সকালে সাভার পৌর এলকার অমরপুর মহল্লা থেকে সাভার মডেল থানা পুলিশ তাদের আটক করে।
মাদকসহ আটককৃতরা হলো- আব্দুল রাজ্জাক সরকার (৪৫), মোয়াজ্জেম (৩৮), সাদ্দাম হোসেন (২৮), কালা মানিক (৩০), সোহেল সরদার (৪২) ও আশু মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৫৫০ পিচ ইয়াবা।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পৌর এলাকার অমরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পেরণ করা হয়েছে।