আশুলিয়ায় অটোভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু - adsangbad.com

সর্বশেষ


Saturday, October 26, 2019

আশুলিয়ায় অটোভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু


মাসুদ রানা:
 আশুলিয়ায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোভ্যান চালকেরর নাম বাসেদ হোসেন কালু (৪০) সে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের বিকেএসপির সংলগ্ন রনস্থল এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে । মৃত কালু জিরানী থেকে রণস্থল রোডে  ব্যাটারি চালিত অটোভ্যান  চালিয়ে আয়-রোজগার করতেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান,শনিবার সকালে বিকেএসপি সংলগ্ন রনস্থল এলাকার মধু মিয়ার গ্যারেজে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় কালু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages