ধামরাই প্রতিনিধি:
ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল মাহমুদ সাদ্দাম হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৮ বছর। মৃদুল ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ছনপাড়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।
সে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে তাকে রাজধানীর উত্তরার রুবানা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
শুক্রবার জুম্মবাদ তার জানাযা শেষে তাকে নিকটস্থ কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগ, আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।