অসুস্থ্য এনডিপি চেয়ারম্যানের শয্যা পাশে কাদের ও জেবেল - adsangbad.com

সর্বশেষ


Monday, October 28, 2019

অসুস্থ্য এনডিপি চেয়ারম্যানের শয্যা পাশে কাদের ও জেবেল

নিজস্ব প্রতিনিধি:
গুরুত্ব অসুস্থ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা'র সর্বশেষ শাররিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) অসুস্থ এনডিপি চেয়ারম্যানকে দেখতে ও শাররিক অবস্থার খোজ খবর নিতে হলি ফ্যামেলি হাসপাতালে উপস্থিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তারা মোর্ত্তজার শাররিক অবস্থার ও চিকিৎসার বিষয়ে অবগত হন।

এসময় উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ও ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ।

উল্লেখ্য, গত বেশ কয়েক দিন যাবৎ এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধিন ছিলেন।

শনিবার হঠাৎ করেই শাররিক অবস্থার অবনতি ঘটলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি অধ্যাপক ডা. বোরহান উদ্দিন খানের তত্বাবধানে চিকিৎসাধিন রয়েছেন এবং হাসপাতালের ভিআইপি সুট-১ কেবিনে অবস্থান করছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages