আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ার বাইপাইল এলাকার মাকসুদা নামের এক নারীর মার্কেট দখলের অভিযোগে আশুলিয়া থানা লীগের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ।
এছাড়াও কিছুদিন আগে নারী ব্যবসায়ী যুব মহিলা লীগের নেত্রী মনিকা হাসানের চাঁদা চেয়ে না পেয়ে তার অফিস ভাঙচুর করে মইনুল ভূঁইয়া। অভিযোগ আছে মইনুল ভূঁইয়ার রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।