সাভারে চ্যানেল আই এর ২১তম বর্ষপূর্তি উদযাপিত - adsangbad.com

সর্বশেষ


Tuesday, October 1, 2019

সাভারে চ্যানেল আই এর ২১তম বর্ষপূর্তি উদযাপিত


সাভার প্রতিনিধি:
সাভারে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে চ্যানেল আই এর ২১তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (০১লা অক্টোবর) সাভার উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
চ্যানেল আই’র ঢাকা জেলা প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট সাংবাদিক মোঃ জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসাইন জয় এছাড়াও সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলা চ্যানেল আই’র আজ ২১তম বর্ষপূর্তি পালিত হলো । এই দিনটি উপলক্ষে কেটে এবং ‘গর্বের ২১ বছরে সবাইকে শুভেচ্ছা’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা চত্বরে একটি র‍্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্ব ও গণমাধ্যামকর্মী বৃন্দ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages