টঙ্গীর ক‌লেজ‌গেটে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে যুবক‌ নিহত - adsangbad.com

সর্বশেষ


Saturday, September 7, 2019

টঙ্গীর ক‌লেজ‌গেটে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে যুবক‌ নিহত





গাজীপু‌র প্রতিনিধিঃ
গাজীপু‌র সি‌টি কর্পোরেশ‌ন এলাকায় ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম কামরুল ইসলাম (৩৫)।

শ‌নিবার ভো‌রে টঙ্গী পূর্ব থানাধীন ক‌লেজ‌গেট এলাকায় এ ঘটনা ঘ‌টে‌। নিহত কামরুল না‌টোর সদর থানার শ্রী কৃষ্ণপুর এলাকার মৃত আবুল কা‌শে‌মের ছে‌লে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হো‌সেন জানান, ভোরে টঙ্গীর ক‌লেজগেট এলাকায় ‌ছিনতাইকারীরা কামরুল ইসলামকে ছু‌রিকাঘাত ক‌রে। এতে অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। 

নিহতের মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে। নিহ‌ত যুবকের উরু‌তে ধারা‌লো অস্ত্রের আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages