নিজস্ব সংবাদদাতা ( আব্দুল হাই) :
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে আ.লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্ম উৎসব পালন করেছে নেতাকর্মীরা । শনিবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধায় আশুলিয়ার ভাদাইল এলাকায় আশুলিয়া থানা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় ধামসোনা কৃষকলীগের সভাপতি কিসমত আলীর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেকুজ্জামান আলেক, আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের ৬নং ওয়ার্ড সভাপতি নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদ তমিজ সহ অসংখ্যা নেতাকর্মী ।
পরে উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী দীর্ঘয়ুকামনা কামনা করে এক মোনাজাত করেন।
পরিশেষে কেক কেটে এবং মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।