সাভার প্রতিনিধি:
সাভারে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃপারভেজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামুল হক ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বরুন ভৌমিক নয়ন।
এ সময় প্রতিমন্ত্রী সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদেকে আসন্ন দুর্গাপূজা নির্বিগ্নে সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সহয়তায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করবেন বলে আশ্বাস দেন।