গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ছয়তলা কারখানা ভবনের ষষ্ঠ তলাযর গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মামুনুর রশীদ জানান, খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা