সাভার প্রতিনিধি:
সাভার উপজেলার সকল ইউনিয়ন এর মধ্যে চলমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর সেমি-ফাইনালে উন্নীত হয়েছে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গণ গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ২য় কোয়ার্টার-ফাইনাল খেলায় পাথালিয়া ইউনিয়ন পরিষদ কে ২-০ গোলে পরাজিত করে শেষ চার এ নিজেদের জায়গা করে নেয় তারা।
গণবিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় কোয়ার্টার-ফাইনাল খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদাত হোসেন খান, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল, মোঃ ওমর ফারুক-সহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শক।