সাভারে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন - adsangbad.com

সর্বশেষ


Friday, September 6, 2019

সাভারে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মাসুদ রানা:
সাভারে সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ও ফুট ওভারব্রিজের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এ এম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতুর উপস্থিতিতে নিহত নিশাত পারভীনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নিহত নিশাত এ এম ইন্টরন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার (১ সেপ্টেম্বর) নব বিবাহিত নিশাত পারভীন বউভাত শেষে মিরপুরের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় সাভারের হেমায়েতপুরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার স্বামীও গুরুতর আহত হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages