সাভারে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ - adsangbad.com

সর্বশেষ


Saturday, September 7, 2019

সাভারে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

সাভার প্রতিনিধি:
সাভারে এক নারী পোশাক শ্রমিককে  গণধর্ষনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় আটককৃত ৪ ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ভুক্তভোগী ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (১৭), নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মোঃ সুমন (৩২), শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস ফরাজী (১৮) এবং নওগাঁ জেলার পত্নিতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ আরিফ (৩০)। এরা সবাই সাভার পৌর নামাগেন্ডা এলাকার অস্থায়ী বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানাযায়, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পাশবর্তী উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টস এ অপারেটরের কাজ করতেন । শুক্রবার সন্ধ্যায় কারখানা ছুটির পর আলামিন নামের এক সহকর্মীর সাথে নামা গেন্ডা মহল্লার নিজ ভাড়া বাসায় যাচ্ছিলেন। এসময় নামা গেন্ডা এলাকার শাওন, ইলিয়াস, আরিফ ও সুমন নামের ৪ বখাটে তাদের গতিরোধ করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তারা আলামিনকে ভয়ভীতি ও মারধর করে আটকে রেখে ওই নারী শ্রমিককে দলবদ্ধভাবে গনধর্ষন করে।

এঘটনায় ভুক্তভোগী ওই নারী শ্রমিক রাতেই সাভার মডেল থানায় ধর্ষনের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতভর গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার ভোররাতে ৪ধর্ষণকারীকে আটক করে।
এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার করে আদালতে পাঠানোর পাশাপাশি ভুক্তভোগী নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages