ঘুষের টাকাসহ নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার আটক - adsangbad.com

সর্বশেষ


Monday, September 2, 2019

ঘুষের টাকাসহ নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার আটক

অনলাইন ডেস্ক: ঘুষের দুই লাখ টাকাসহ নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে হাতেনাতে আটক করে।
দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা সাইফুর রহমানকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়।
অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages