বালিশ, পর্দার পর এবার একটি টিনের দাম ১লক্ষ টাকা - adsangbad.com

সর্বশেষ


Wednesday, September 11, 2019

বালিশ, পর্দার পর এবার একটি টিনের দাম ১লক্ষ টাকা


অনলাইন ডেস্ক:
বালিশ, পর্দার পর এবার যুক্ত হলো টিন। একটি টিন কিনতে খরচ হয়েছে এক লাখ টাকা। এই দাম বর্তমান বাজার মূল্যের তুলনায় ১০০ গুণেরও বেশি। বিশ্বে হয়তো এই টিনই সবচেয়ে বেশি দামে কেনা হয়েছে। খাগড়াছড়ির ৬-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ঘর মেরামতের কাজে এই টিন কেনা হয়।
ওই মেরামতকাজে মাত্র দুই বান টিনের দাম দেখানো হয়েছে ১৪ লাখ টাকা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’র এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়।
মেরামত কাজ শুরু করার মাত্র ২০ দিনের মধ্যেই বাজেটের ৭১ লাখ টাকা তুলে নেয়া হয়। অথচ মেরামত কমিটির সদস্য সচিবের দেয়া ‘নোট অব ডিসেন্ট’ থেকে জানা যায়, চার মাসে মাত্র ১৫ ভাগ কাজ হয়েছে। প্রতিবেদনে প্রকল্পের কাজে আরো বেশকিছু অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।
এসব সংস্কারসহ অন্য দুটি কাজের দায়িত্বে ছিল মেসার্স তাপস এন্টারপ্রাইজ ও মেসার্স মিশু এন্টারপ্রাইজ। মিশু এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ জসিম। অন্যদিকে তাপস এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিও চলে তার কর্তৃত্বেই।
প্রকল্পের কাজে এসব অনিয়মের বিষয়ে জানতে গণমাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে জসিম বলেন, ‘আমাকে যেভাবে কাজ করতে বলেছেন, আমি সেভাবেই করেছি। এর বেশি কিছু বলতে পারব না।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages