জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ক্যাম্পাস থেকে প্রক্টর ড. মোস্তফা কামালের উপস্থিতিতে ওই দুইজনকে পুলিশে দেয়া হয়।
অভিযুক্তদের নাম- ফার্মাসি ১২তম ব্যাচের শিক্ষার্থী আল ইকরাম অর্ণব ও পদার্থবিদ্যার ১৩তম ব্যাচের নওশের বিন আলম ডেভিড।
এদের মধ্যে আল ইকরাম অর্ণব বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত বলে জানা গেছে।
সূত্র জানায়, গত আগস্ট মাসে ক্যাম্পাসে দুই শিক্ষার্থীকে মারধর করে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে অর্ণব ও তার সঙ্গীরা। বিষয়টি সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বাস ছাড়ার আগ মুহূর্তে হট্টগোল ও মারমারি করেন অর্ণব। তাকে ধরতে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। অর্ণবকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সহযোগী ডেভিড বাঁধা দিতে এলে তাকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ‘আল ইমরান অর্ণব বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী। এর আগেও ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল সে। মঙ্গলবারেও ক্যাম্পাসে গিয়ে মারামারিতে জড়িত হয় অর্ণব। তাই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।’
কোতোয়ালি থানার ওসি তদন্ত মওদূদ হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজন শিক্ষার্থীকে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ এসেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মামলা হয়নি। আজ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি তদন্ত মওদূদ হাওলাদার।