সৌদি আরবের হাজার হাজার সেনা আটক, ৩ ব্রিগেড ধ্বংস’ - adsangbad.com

সর্বশেষ


Sunday, September 29, 2019

সৌদি আরবের হাজার হাজার সেনা আটক, ৩ ব্রিগেড ধ্বংস’


ডেস্ক নিউজ:
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা।
তবে সৌদি কর্তৃপক্ষ এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান শহরে ৭২ ঘণ্টাব্যাপী হামলাটি চালানো হয়। হামলায় ইয়েমেনের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন যুগিয়েছে।
তিনি আরও বলেন, হুতিরা সৌদি সেনাবাহিনীর বহু কর্মকর্তাসহ কয়েক হাজার সৈন্য, বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং কয়েকশ সাঁজোয়া যান আটক করেছে। এসময় আগ্রাসী বাহিনীর শতাধিক সেনা হতাহত হয়েছে।
আজ রবিবার আটক সৌদি সেনাদের ছবি এবং ভিডিও আল-মাসিরা টেলিভিশনে সম্প্রচার করা হবে বলে তিনি জানান।
ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর কয়েকটি বিশেষ ইউনিট, সেনাবাহিনী ও তাদের মিত্ররা এলাকায় হামলা চালিয়ে নাজরানের কয়েকটি কয়েকশ’ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সৌদির বড় দুইটি তেল ক্ষেত্রে হামলা চালায় বলে দাবি করে হুথি বিদ্রোহীরা। তবে সৌদির অভিযোগ, তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান। তথ্য সূত্র: বিবিসি, পার্স টুডে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages