৫ ঘন্টার চেষ্টায় মিনিস্টার ফ্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রনে - adsangbad.com

সর্বশেষ


Friday, September 13, 2019

৫ ঘন্টার চেষ্টায় মিনিস্টার ফ্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রনে

মাসুদ রানা:
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার টিভি-ফ্রিজ তৈরি কারখানার লাগা আগুন প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম আমারদেশের সংবাদ কে জানান, সকালে ধীরাশ্রম এলাকায় মিনিস্টার টিভি-ফ্রিজ তৈরি কারখানায় আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পুরোপুরি ভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান আমারদেশের সংবাদ কে জানান, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ-টিভি তৈরি কারখানায় অগ্নিকাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যোগ দেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages