থানার ওসি ও এসআইকে কুপিয়ে আহত করলেন ছাত্রলীগ নেতা - adsangbad.com

সর্বশেষ


Friday, September 13, 2019

থানার ওসি ও এসআইকে কুপিয়ে আহত করলেন ছাত্রলীগ নেতা

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ থানার ওসি উত্তম কুমার দাশ (তদন্ত) এবং এসআই ফখরুজ্জামানসহ ৪ পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছেন নবীগঞ্জ ছাত্রলীগের সাবেক নেতা সোহানুর রহমান মুছা।  
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওসি ও এসআইকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে মুসার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করতে চাইলে মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর এলোপাথাড়ি কুপাতে থাকে।
পুলিশ জানায়, সম্প্রতি সোহান আহমদ মুছাকে একটি বাড়ি দখলের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় মুছা বেশ কিছুদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। কিন্তু পুলিশের ওপর চরম ক্ষোভ ছিল মুছার। তিনি পুলিশের ওপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মুছা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages