নিজস্ব প্রতিনিধি : নবম সংবাদপত্র মজুরী বোর্ড রোয়েদাদ সাংবাদিকদের যথাযথ ভাবে স্বার্থ রক্ষা করা হয়নি। এতে গণমাধ্যম মালিক পক্ষের স্বার্থ রক্ষা করা হয়েছে। সরকার পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ নিলেও গত প্রায় দু’বছরে আলোর মুখ দেখেনি।
।
অবিলম্বে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমসমুহের নিকট দাবি করাহয়। রোববার বিকেলে সাভারের আর এস টাওয়ারের দোতলায় সিএসবি নিউজ কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাভার উপজেলা কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কথা বলেন।
বিএমএসএফ সাভার কমিটির সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এম এ আকরাম, আলী হোসেন, সাভার কমিটির সদস্য মহসিন খান বুলবুল, মোকতাদ হোসেন, এনামুল হক, মৃদূল ধর ভাবন, মো: ইয়াছিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নেয়ার জন্য দাবি করা হয়।