কবজি কাটার ঘটনায় চেয়ারম্যানসহ ৪জন আটক - adsangbad.com

সর্বশেষ


Friday, September 20, 2019

কবজি কাটার ঘটনায় চেয়ারম্যানসহ ৪জন আটক


চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্যাডাররা রুবেল হোসেন নামের এক যুবককে তুলে নিয়ে গিয়ে দুই হাতের কবজি কাটার ঘটনায় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মূল আসামি ফয়েজ চেয়ারম্যানসহ তার অপর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মূল আসামি উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন (৩৫), সহযোগী তারেক আহমদ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও আলাউদ্দিন (৩৫)। কবজি হারানো রুবেল হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। রুবেল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে। বৃহস্পতিবার রাতে নওগাঁ পালিয়ে যাবার সময় সদর উপজেলার আমনুরায় পুলিশের চেক পোস্টে মূল আসামু উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ তার অপর সহযোগীকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। রুবেলের ওপর হামলার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল আসামিদের ধরতে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages