সবুজ আন্দোলনের উদ্যোগে সাংবাদিক নাজমুল হুদা কে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান - adsangbad.com

সর্বশেষ


Sunday, September 1, 2019

সবুজ আন্দোলনের উদ্যোগে সাংবাদিক নাজমুল হুদা কে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান


নিজস্ব প্রতিবেদক : পরিবেশবাদী সামাজিক সংগঠন “সবুজ আন্দোলনের” এক বছর পূর্তি উপলক্ষে  ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে ‘সবুজ আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে “জলবায়ু সমস্যা ও অনিশ্চয়তায় বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমস্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের মহাসচিব অধ্যাপক এম. মিজানুর রহমান, পরিচালক , মো: মোবারক হোসেন , পরিচালক আলহাজ্ব আলমগীর হোসেন,  প্রশাসন ও প্রশিক্ষণ পরিচালক মো: কামরুজ্জামান, সবুজ আন্দোলন কার্যকরী পরিষদের সভাপতি এড. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক,  আবুল কালাম আজাদ , সহ কেন্দ্রীয় নেতাকর্মীবৃন্দ ।






অনুষ্ঠানে পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদানের জন্য দেশের ৮ জন বিশিষ্ট নাগরিককে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়। তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, কথা সাহিত্যিক কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ আলম শাহীন, নাট্যকার ও পরিচালক মোহন খান, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক শারমিন ইব্রাহিম, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রেদওয়ান আহমেদ, নিউজ টুয়ান্টি ফোর এবং বাংলাদেশ প্রতিদিন এর ঢাকা জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা ও নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন।
জানাযায় সাভারের সাংবাদিক নাজমুল হুদা বাংলাদেশের ইতিহাসের গার্মেন্টস সেক্টরের ঘটে সেই রানা প্লাজার দুর্ঘটনায় আগের দিন ভবন ফাটল নিয়ে সাংবাদিক নাজমুল হুদার একটি অনুসন্ধানী  প্রতিবেদন একুশে টেলিভিষনে প্রচারিত যা পরে সারা বিশ্বের গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages