সাভার প্রতিনিধি:
সাভারের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এএফএম সায়েদ’কে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে। জেলার মধ্যে সাভারে মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।
সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ সুপার শাহ্ মিজান সাফিউর রহমান। পরে তিনি শ্রেষ্ঠ ওসি এএফএম সায়েদ’কে তার কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কারটি তুলে দেন।
মাসিক কল্যাণ সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুম আহমেদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) তাহমিদুল ইসলামসহ সিনিয়র পুলিশ সদস্যরা।