বিএনপি'র মহিলা দলের নেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতার - adsangbad.com

সর্বশেষ


Thursday, September 12, 2019

বিএনপি'র মহিলা দলের নেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী মহিলা দল রাজিয়া আলীমকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।  
রাজিয়া আলীম ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রীর দায়িত্বে আছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, পুরান ঢাকার নয়াবাজারস্থ বাগডাসা লেনের বাসা থেকে রাজিয়া আলীমকে গ্রেফতার করা হয় বলে তার মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশি জানিয়েছেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির গণমাধ্যমকে জানান, বংশাল থানায় রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages