৭২ বছরেও যুবক ! তিনি ‌'বয়স্ক যুবক' - adsangbad.com

সর্বশেষ


Saturday, September 21, 2019

৭২ বছরেও যুবক ! তিনি ‌'বয়স্ক যুবক'


সাইদুর রহমান রিমন:
খোঁজ নিয়ে জানা গে‌ছে, পৃথিবীতে সবচেয়ে প্রবীণ যুবলীগ নেতা হলেন ওমর ফারুক চৌধুরী। ৭২  বছর বয়সেও তিনি যুবক এবং যুব সংগঠনের নেতা। যুবক ও বৃদ্ধের সংজ্ঞা তিনি পরিবর্তন করে নতুন রাজনীতি বিজ্ঞানী হিসেবে স্থান করে নিয়ে‌ছেন। তিনি কবে বৃদ্ধ হবেন বিজ্ঞানীরা বলতে পারছেন না।
উ‌ল্লেখ্য, ১৯৪৮ সা‌লের ১৯ অাগষ্ট চট্টগ্রা‌মের রাউজা‌নে জন্ম গ্রহণ ক‌রেন ওমর ফা‌রুক চৌধুরী। ব্যক্তিগত জীবনে খুবই রাগচটা মানুষ তিনি। তবে তার হৃদয়ে গোপনীয় কোমলতা আছে কি না তা বিজ্ঞানীরা জানাতে পারেননি।
ওমর ফারুক চৌধুরীর শুভাকাঙ্খীরা ‌এই বয়স্ক যুবকটিকে অতি শিগগির আওয়ামীলীগে পূণর্বাসনের জোর দাবি জানিয়েছেন। জীবদ্দশায় পরিপক্ক মানুষ হিসেবে তার স্বীকৃতি পাওয়াটা বড়ই জরুরি।
যুবলীগের শাখা-প্রশাখা, ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রেও লাখ-কোটি টাকা আদায় করে নেওয়াসহ হাজারো অভিযোগ উঠে বয়স্ক যুবকটির বিরুদ্ধে। সমালোচকরা এমন অজস্র অভিযোগ তুললেও কিচ্ছু যায় আসে না তার। তিনি নিজের সিদ্ধান্তে অবিচল। প্রধানমন্ত্রীর নির্দেশ, শেখ হাসিনার কঠোরতা, চাওয়া-পাওয়া নিয়ে ভাবাভাবির সময়ও পান না তিনি। বৃদ্ধ বয়সেও যৌবনদীপ্ততায় ভরপুর যুবক ওমর ফারুক চৌধুরী আগামিতে তরুণ হয়ে ওঠার জন্য দোয়া চাই সবার।
(লেখক: সাইদুর রহমান রিমন
চিপ-ইন ক্রাইম, বাংলাদেশ প্রতিদিন)

Post Bottom Ad

Responsive Ads Here

Pages