![]() |
ইনসেটে নিহত আব্দুল মজিদের ছবি |
মাসুদ রানা:
সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সাভার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মজিদ।
শনিবার(১৫ই সেপ্টেম্বর) রাত ১০টা ৩০মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার ২নং ওয়ার্ড ছায়াবীথি অফিস থেকে বাসায় ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাঁর মাথায় গুলি করে।
এসময় উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় ।
কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় স্বপন নামে এক ব্যাক্তি পায়ে গুলিবিদ্ধ হন।
এ সময় স্বপন নামে এক ব্যাক্তি পায়ে গুলিবিদ্ধ হন।
এ ব্যপারে সাভার মডেল থানার অফিসার-ইনচার্জ এ এফ এম সায়েদ মুঠোফোনে জানান, আসামীদের ধরার জোর চেষ্টা চলছে তাদের আটক করা গেলে বিস্তারিত জানা যাবে।