ঢাকা আরিচা মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - adsangbad.com

সর্বশেষ


Friday, September 20, 2019

ঢাকা আরিচা মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভার প্রতিনিধি: সাভার থানার অন্তর্গত ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে। তবে নিহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ দুর্ঘটনার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আমিনবাজার এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই রাতেই গেন্ডা এলাকায় অটোরিকশার ধাক্কায় রিকশায় থাকা দুই যাত্রীসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন
সে ঘটনার কিছুক্ষণ পর ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুর বন্ধন সিএনজি পাম্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে মারা যান এক পরিবহন শ্রমিক।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages