ডেস্ক নিউজ:
প্লেব্যাক খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জনপ্রিয় কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন তিনি। আগামীকাল (৯ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান নিয়ে এন্ড্রু কিশোর বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। আমার অসুস্থার কথা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন।