সাতক্ষীরায় সাবেক এসপির ছেলের আত্মহত্যা - adsangbad.com

সর্বশেষ


Monday, September 30, 2019

সাতক্ষীরায় সাবেক এসপির ছেলের আত্মহত্যা



সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ছেলে সাদিক (১৭) আত্মহত্যা করেছেন।
সোমবার ভোরে রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
বাবা রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি সত্য।
ডিএমপির লালবাগ থানার ওসি (অপারেশন) আসলাম উদ্দিন জানান, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।
ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেন।
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages