আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়া থানা কৃষক লীগের আশুলিয়া থানা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল হাই কে অভিনন্দন জানিয়েছে কৃষকলীগের নেতৃবৃন্ধ। গত শুক্রবার(৬ই সেপ্টেম্বর) আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম ঘোষিত এবং থানা কৃষকলীগের কমিটিতে আব্দুল হাই কে আশুলিয়া থানা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় কৃষকলীগের নেতা জহিরুল ইসলাম বলেন, আমি আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি যথাযত সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি আরো বলেন আব্দুল হাই ভাই কৃষকলীগের জন্য একজন নিবেদিত প্রাণ তাকে এমন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব দেয়ায় আমরা কৃষকলীগের নেতাকর্মীরা আনন্দিত। তিনি যেন সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারেন তার জন্য আমরা তাকে সর্বত্বক সহযোগীতা করতে প্রস্তুত ।
এ সময় বেশ কিছু নেতাকর্মীরা আশুলিয়া থানা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।