নিজস্ব প্রতিনিধি:
ঢাকা, ৩১ আগস্টঃ এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান ‘এডিস মশা ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ অর্থাৎ ‘চিরুনি অভিযান’ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে।
পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীগণ আজ শনিবার চিরুনি অভিযানের সপ্তম দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৫৩৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৬২টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। লার্ভা পাওয়া এ সব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এ ছাড়া ৬ হাজার ৩৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এ সকল স্থান ধ্বংস করা হয়। প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলরগণ ‘চিরুনি অভিযান’ সক্রিয়ভাবে তত্বাবধান করছেন।
গত ২৫ আগস্ট থেকে ৭দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৭৩ হাজার ৮১৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১ হাজার ৫৪০টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এ ছাড়া ৩৯ হাজার ৫৯৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। সেসব স্থানগুলো ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
এডিস মশা নির্মূলে আজও ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। তবে আজ কাউকে জরিমানা করা হয়নি।
চিরুনি অভিযানকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
এডিস মশা নির্মূলে ডিএনসিসির 'চিরুনি অভিযান' ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।