সেরা পুলিশ পুরুষ্কারের পরদিন-ই ঘুষের টাকা সহ আটক - adsangbad.com

সর্বশেষ


Sunday, August 18, 2019

সেরা পুলিশ পুরুষ্কারের পরদিন-ই ঘুষের টাকা সহ আটক


ডেস্ক নিউজ: একদিন আগেই হাতে পেয়েছেন রাজ্যের ‘সেরা পুলিশ’ হওয়ার সম্মাননা। কিন্তু, সে সম্মান আর রাখতে পারলেন কই! পরের দিনই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তিনি।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার (১৬ আগস্ট) এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয় রাজ্যের মাহাবুবনগর ওয়ান-টাউন থানার কনস্টেবল তিরুপতি রেড্ডিকে।
দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ডিএসপি কৃষ্ণ গৌড় জানান, বৈধ কাগজপত্র থাকার পরও রমেশ নামে এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন কনস্টেবল তিরুপতি। পরে, এ বিষয়ে এসিবিতে অভিযোগ জানান রমেশ। এর প্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতেন তারা।
শুক্রবার (১৬ আগস্ট) পরিকল্পনা মোতাবেক ওই পুলিশ সদস্যকে ঘুষের ১৭ হাজার রুপিসহ হাতেনাতে আটক করেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা।
এ ঘটনার মাত্র একদিন আগেই গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে ‘সেরা পুলিশ’র পুরস্কার পেয়েছিলেন আটক কনস্টেবল তিরুপতি রেড্ডি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages