আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টায় আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া হাজী শাহেরা খাতুন মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কিসমত আলীর সভাপতিত্বে, আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন, ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মোঃ আবু সাদেক ভূইঁয়া, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল,কৃষকলীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (মাষ্টার), ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসীন করিম।
আরও উপস্থিত ছিলেন,ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই, সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, সাংগঠনিক সম্পাঃ জহিরুল ইসলাম,ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কদ্দুস (টিটু) ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আব্দুল কুদ্দুস সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগত অতিথীবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাট্য জীবন নিয়ে আলোচনা করেন।
পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে এক গণভোজের আয়োজন করা হয়।