আশুলিয়ায় উপজাতি গৃহবধুকে গণধর্ষণ, আটক ১ - adsangbad.com

সর্বশেষ


Sunday, August 18, 2019

আশুলিয়ায় উপজাতি গৃহবধুকে গণধর্ষণ, আটক ১


আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ায় উপজাতি এক মারমা গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ আগস্ট) আশুলিয়ার ডেন্ডাবরের নতুনপাড়া এলাকার মঈন উদ্দিনের বাড়িতে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

পরে, শনিবার (১৭ আগস্ট) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ রবিবার (১৮ আগস্ট) সকালে আশুলিয়ার ডেন্ডাবরের নতুনপাড়া এলাকা থেকে রনি (২১) নামে এক অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিশ তাকে আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করে ।
এ ঘটনায় অভিযুক্তরা হলো- পাবনা জেলার আটঘরিয়া থানার পাইকপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে রনি (২১), আশুলিয়ার ডেণ্ডাবর এলাকার খোরশেদ আলম খোকনের ছেলে জয় (২২) এবং ফরিদপুর জেলার শামীম (২৬)।
 চাঁদার টাকা না দেওয়ার কারণেই ওই উপজাতি গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় দায়েরকৃত তার অভিযোগ সূত্রে জানা যায়। মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, গত মঙ্গলবার (১৩ আগস্ট) অবৈধভাবে মদ তৈরির অভিযোগ তুলে উপজাতি দম্পতির ঘরে ঢুকে তিন বখাটে। পরে তারা ওই গৃহবধূ ও তার স্বামীর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূর স্বামীকে মারধর করে অভিযুক্ত ওই তিন যুবক। পরে তারা ওই গৃহবধূর স্বামীকে পাশের রুমে নিয়ে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইন সহ নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে রনি নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আর বলেন,ভুক্তভোগী ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে  পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages