কুড়িগ্রামে নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে পুলিশের এসআইয়ের আত্মহত্যা - adsangbad.com

সর্বশেষ


Wednesday, August 28, 2019

কুড়িগ্রামে নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে পুলিশের এসআইয়ের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর পুলিশ ফারির এসআই সেলিম জাহাঙ্গীর নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার বিকেল ৩টার দিকে শহরের হাটিরপাড় এলাকার তিনতালার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, এসআই সেলিম জাহাঙ্গীর দুপুরের খাবারের পর তার বেড রুমে যান। এর কিছুক্ষন পর গুলির শব্দ পেয়ে তার বাবা-মা, সন্তান ও স্ত্রী রুমে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত এসআই সেলিম জাহাঙ্গীর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আবুল কালামের পুত্র বলে জানা গেছে। তার বাবা-মা গত মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে ছেলের বাড়ীতে বেড়াতে আসেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, ভাড়া বাসার রুম থেকে তার মাথায় গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। পাশে সরকারী ইস্যুকৃত বুলেট ও রিভলভারও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages