সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে একটি পরিত্যক্ত টিনসেড রুম থেকে অজ্ঞাত (১৮) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব কোন শত্রুতার জেরে কিংবা মাদক সেবনের বিষয় নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় পাকিজা কারখানার দক্ষিন পাশে গৌতমের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত তালাবদ্ধ রুম থেকে লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ ।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় কর্মকার জানায় , দুপুরে সিমেন্ট আনার জন্য ওই পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে সঞ্জয় ও তার রিকসা চালক পাগলা খন্দকার । সেখান থেকে সিমেন্ট আনার জন্য কক্ষের তালা খুললে পচা গন্ধ পায় । কক্ষের ভিতরে প্রবেশ করলে সিমেন্টের বস্তা চাপা অবস্থায় ওই যুবককের মরদেহ দেখতে পায় তিনি। পরে সঞ্জয় তার বড় ভাই রাজ কুমারকে লাশের বিষয়টি জানান । রাজ কুমার তার মালিক গৌতমকে জানালে সে সাভার সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় ।
সাভার মডেল থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম জানান, ৫/৭ দিন পূর্বে ওই পরিত্যক্ত রুমে যুবককে কেউ হত্যা করে রেখে গিয়েছে । পরে তাকে সিমেন্ট চাপা দিয়ে রেখে গিয়েছে হত্যাকারীরা।কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।
ঢাকার সাভারে একটি পরিত্যক্ত টিনসেড রুম থেকে অজ্ঞাত (১৮) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব কোন শত্রুতার জেরে কিংবা মাদক সেবনের বিষয় নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় পাকিজা কারখানার দক্ষিন পাশে গৌতমের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত তালাবদ্ধ রুম থেকে লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ ।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় কর্মকার জানায় , দুপুরে সিমেন্ট আনার জন্য ওই পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে সঞ্জয় ও তার রিকসা চালক পাগলা খন্দকার । সেখান থেকে সিমেন্ট আনার জন্য কক্ষের তালা খুললে পচা গন্ধ পায় । কক্ষের ভিতরে প্রবেশ করলে সিমেন্টের বস্তা চাপা অবস্থায় ওই যুবককের মরদেহ দেখতে পায় তিনি। পরে সঞ্জয় তার বড় ভাই রাজ কুমারকে লাশের বিষয়টি জানান । রাজ কুমার তার মালিক গৌতমকে জানালে সে সাভার সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় ।
সাভার মডেল থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম জানান, ৫/৭ দিন পূর্বে ওই পরিত্যক্ত রুমে যুবককে কেউ হত্যা করে রেখে গিয়েছে । পরে তাকে সিমেন্ট চাপা দিয়ে রেখে গিয়েছে হত্যাকারীরা।কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।