গাজীপুরের কাশিমপুরে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার ২ - adsangbad.com

সর্বশেষ


Monday, August 26, 2019

গাজীপুরের কাশিমপুরে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার ২



নূরে আলম জিকু(গাজীপুর প্রতিনিধি) : গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, পিপিএম বার, বিপিএম বার এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খান ওসি, রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) এর নের্তৃত্বে (২৬ই আগষ্ট সোমবার) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন এসআই/ বাবুল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় কিলো-৩ ডিউটি ও মাদক বিরোধী অভিযান চালিয়ে কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকা থেকে ৩০০ (তিনশত) পুরিয়া হেরোইন সহ রবিউল ইসলাম এবং ০৬ (ছয়) পিস ইয়াবা ট্যাবলেট সহ সামিউল নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ। গ্রেফতার কৃত
মাদক কারবারী রবিউল ইসলাম (৩০), রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার ঘোলা (খেজমতপুর) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার এনায়েতপুর দেলোয়ার ড্রাইভার এর বাড়ীর ভাড়াটিয়া।
মাদক কারবারী সামিউল (৩০), জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার গোবিন্দী বাজার গ্রামের ইন্তাজ আলীর ছেলে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় সামছুল এর বাড়ীর ভাড়াটিয়া। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আকবর আলী খান জয়যাত্রা ডটকমকে জানান , তাদের বিরুদ্ধে (২৬ই আগষ্ট সোমবার) কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages