মাসুদ রানা:
ঈদ ছুটি শেষে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে আশুলিয়ার মীরের চানগাঁও এলাকায় নুহিন কম্পোজিট লিঃ কারখানার গেটে তালা ঝুলছে।
সোমবার (১৯শে আগষ্ট) সকালে নির্ধারিত ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে নুহিন কম্পোজিট লিঃ গেটে তালা মেরে কারখানা কতৃপক্ষ আত্মগোপন করে। এ সময়
শ্রমিকরা গেটে অবস্থান নিলে ভবন মালিক ইউসুফ মাদবর তাদের চলে যেতে বলে।
এবং একটি লিখিত দিতে বলে যে কাজ করলে তারা স্টাম্পে সই করতে বলে যে তিনমাসের বেতন পাবিনা। আগে আমার কারখানা ভাড়া বাবত দশ লাখ টাকা পাবো তা নিবো। তারপর তোরা তোদের বেতন পাবি, এই বলে নানা ভাবে হুমকি ধমকী প্রদান করে। শ্রমিকরা বলেন, মালিক যদি গার্মেন্টস না চালায় তবে আমাদের বকেয়া পরিশোধ করে দিক নতুবা গার্মেন্টস চালু করুক, ঈদের পর এই সময় আমরা চাকরী পাবো কোথায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সেখানে গার্মেন্টস খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ করছে। এর আগে সেখানে সংক্ষিপ্ত এক শ্রমিক সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ বস্র ও পোষাক শিল্প শ্রমিকলীগের অত্রাঞ্চলের সাধারণ সম্পাদক শামীম হাসান এবং কর্মসূচি ঘোষণা দেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা আল কামরান। এ সময় তারা জানান, কারখানা খুলে দেওয়ার দাবিতে আগামী ২২/০৮/১৯ ইং বৃহস্পতিবার তারিখ সকাল ১০টায় আশুলিয়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন ঘোষণা করা হবে।